EU protesters say yes to migrants

দৈনিকবার্তা-বার্লিন, ২১ জুন ২০১৫: ইউরোপে আশ্রয় প্রত্যাশী অভিবাসীদের পক্ষে এবং গ্রিসে ব্যয়সংকোচন পদক্ষেপের বিরুদ্ধে বার্লিন, রোম ও প্যারিসের রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা । বার্লিনে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে প্রায় ৩ হাজার ৭শ লোক রাস্তায় নেমেছে। পুলিশ এ সংখ্যার কথা বললেও আয়োজকরা বলছেন ১০ হাজার লোক বিক্ষোভে অংশ নিয়েছে। ক্রেয়ুজবার্গ এলাকা থেকে ব্রান্ডেনবার্গ গেট পর্যন্ত বিক্ষোভকালে তারা শরণার্থীদের বহিস্কারের বিরুদ্ধে শ্লোগান দেয় এবং ইউরোপে তাদের স্বাগত জানায়। তারা ঋণসংকটে পর্যুদস্ত গ্রিসে ব্যয়সংকোচনের বিরুদ্ধেও কথা বলে। পুলিশ বলছে প্যারিসের রাস্তাতেও প্রায় সাড়ে তিন হাজার লোক বিক্ষোভ করে।এদের মধ্যে বেশ কিছু অভিবাসীও ছিল।

রোমেও বৃষ্টি উপেক্ষা করে শরণার্থীদের প্রতি একাত্মতা প্রকাশে শত শত বিক্ষোভকারী রাস্তায় নামে। বিক্ষোভে অংশ নেয়া ৬৬ বছর বয়সী লুসিয়োনো কলেটা বলেন, আজ আমরা এখানে এসেছি ইউরোপকে রক্ষা করতে। কথা বলতে অভিবাসী, শরণার্থী ও গ্রীস নিয়ে। উল্লেখ্য, চলতি বছর আশ্রয়ের আশায় প্রায় এক লাখ শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। তাদের অধিকাংশই ইতালি, গ্রিস ও মাল্টায় পৌঁছায়। কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ১৮শ লোক ডুবে প্রাণ হারায়। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ভূমধ্যসাগরে মানবপাচার কাজে জড়িতদের বিরুদ্ধে প্রথম পর্যায়ে সামরিক অভিযান চালানোর জন্যে পরিকল্পনা অনুমোদন করে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপে যেসব শরণার্থী এসে পৌঁছেছে তারা এসেছে আফগানিস্তান, ইরিত্রিয়া, সোমালিয়া ও সিরিয়া থেকে। যুদ্ধ কিংবা নিপীড়নের কারণে এসব দেশ ছেড়ে শরণার্থীরা অজানার উদ্দেশে পাড়ি জমাচ্ছে।