P-1jpg

দৈনিকবার্তা-ঢাকা, ২০ জুন: ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ শাহাবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ অলি উল্লাহ ২। মোঃ মহিদুল ইসলাম ওরফে মোমিন বকশী ৩। মোঃ হাবিবুর রহমান ওরফে কানা ও ৪। মোঃ নায়েব আলী। তাদের হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত একটি গাড়ি এবং গাড়ির ভিতরে শারীরিক নির্যাতনে ব্যবহৃত ছুরি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।খিলক্ষেত থানায় ছিনতাই সংক্রান্তে একটি মামলা দায়ের হয়। মামলার রুজুর পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ তদন্ত শুরু করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তাদের দল’নেতা মোঃ অলিউল্লাহ এবং ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটির মালিকও অলিউল্লাহ নিজেই। তারা আরও জানায়, প্রতিদিন এই গাড়িতে যাত্রী উঠিয়ে জিম্মি করে টাকা পাওয়ার জন্য শারীরিক নির্যাতন করে তাদের আত্মীয় স্বজনদের নিকট হতে বিকাশের মাধ্যমে তারা টাকা গ্রহণ করত। তারা আরও জানায় এই ধরণের ছিনতাই কাজে ঢাকা মহানগরীতে আরও কয়েকটি চক্র বিদ্যমান। তাদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত আছে।গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগের ডিসি শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশনায় এবং এডিসি শফিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম নাজমুল হক-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।