arrest

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২০ জুন: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাছরাইল বিশ্বাস (৫৫) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ভোরে উপজেলার রঘুনন্দপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাছরাইল বিশ্বাস ওই গ্রামের বাসিন্দা। শৈলকুপা থানার উপ পরিদর্শক (এসআই) এসএম রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, মাছরাইল বিশ্বাস আড়াই মাস আগে শৈলকুপা উপজেলার নাগিরাট গ্রামের ওয়াজেদ আলী জোয়ার্দ্দারের ছেলে লিটন জোয়ার্দ্দার (২০), শরিফুল ইসলামের ছেলে সোহান (২১), একই উপজেলার মজনু শেখের ছেলে রমজান শেখ (২৩) ও মনোয়ার হোসেন শেখের ছেলে সোবহান শেখকে (২২) মালয়েশিয়া পাঠায়। এ সময় তিনি তাদের কাছ থেকে ৫০ হাজার করে টাকা নেয়। এ পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নেই। এ ব্যাপারে নিখোঁজ লিটন জোয়ার্দ্দারের মা রিজিয়া খাতুন বাদী হয়ে ১৬ জুন মাছরাইল বিশ্বাসের বিরুদ্ধে শৈলকুপা থানায় একটি মানবপাচারের মামলা করেন। ওই মামলায় মাছরাইল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে বলে এসআই রায়হান জানান।