P-3

দৈনিকবার্তা-ঢাকা, ২০ জুন: রাজধানীর শাহাবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জগন্নাথ হল ক্রসিং এলাকা হতে ০৪ ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতরা হলো ১। শহীদুল ইসলাম গাজী ওরফে মিঠু ২। মোঃ মনির গাজী ওরফে টুলু ৩। তারা মিয়া ও ৪। মোঃ আবুল কালাম। এ সময় তাদের হেফাজত হতে ০১টি রেডিও ওয়াকিটকি, ০২টি খেলনা পিস্তল, ০১ জোড়া হাতকড়া ও ০১টি বোমা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ভাবে জনগনকে চেকিংকালে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। যদি কখনো তারা জনগণ কর্তৃক বাঁধার সম্মুখিন হয় তবে তাৎক্ষণিকভাবে বোমা ফাটিয়ে পালিয়ে যাওয়ার জন্য সঙ্গে বোমা রাখে।গ্রেফতারকৃতরা ভূয়া ডিবি পুলিশ চক্রের সক্রিয় সদস্য বলে জানায়। তাদের সহযোগী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগের ডিসি শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশনায়, এডিসি মাহফুজুল ইসলাম পিপিএম এর তত্ত্বাবধানে, এসি মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।