Gournadi Photo- 20-06-15 (3)

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২০ জুন: মুগুর মুক্ত পা ও নিরাপদ মার্তৃত্ব গড়ার লক্ষ্যে গতকাল গৌরনদীতে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বরিশালের গৌরনদীর বেজগাতি নামক স্থানে প্রতিষ্ঠিত আধূনিক সুইজ হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন সুইজ হাসপাতালের চেয়ারম্যান আকন আজাদ। প্রশিক্ষন প্রদান করেন ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, ডাঃ এসএম হাসান মাহমুদ ডাঃ সুদীপ কুমার নাথ ও ফিজিও থেরাফিস্ট ডাঃ মোঃ মাজহারুল ইসলাম।কর্মশালায় গৌরনদী এলাকা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এফডব্লিউ এ, এফডব্লিউভি,স্বাস্থ্য সেবিকা, বিভিন্ন এনজিওর পুষ্টি কর্মী ও ধাত্রী সহ ৫০ জন প্রশিক্ষনার্থী অংশ নেন। শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়।