xenon_cms_media_s4gpooqw5un7zuynai5x7xohqmd1cid30dm60ib8

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ২০ জুন: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কদমতলী এলাকায় ৬টি গ্রামে স্থানীয় এমপি’র লোকজনের নির্যাতনে কয়েকটি সংখ্যালঘু পরিবার এখন ঘরছাড়া।গত শুক্রবার ওই এলাকার সংখ্যালঘু পরিবারের উপর হামলা করে এমপি দবিরুলের লোকজন। এতে কয়েকজন নারী পুরুষ আহত হয়েছেন। নির্যাতনের ভয়ে কয়েকটি পরিবার ঘর ছেড়ে পালিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।ভুক্তভোগি পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা পাড়িয়ে ইউনিয়নের কদমতলী সীমান্তবর্তী এলাকায় স্থানীয় এমপি দবিরুল ইসলাম একটি চা বাগান গড়ে তুলে। ওই চা বাগানের আশে পাশে ওই এলাকায় খনরাম সিংহের ২৪ বিঘা, অকুল সিংহের ২১ বিঘা ও জনকের ৩ বিঘা জমি রয়েছে। তারা ওই জমিতে চাষাবাদ করে জীর্বিকা নির্বাহ করে। কিন্তু এমপি কিছুদিন ধরে ওই জমি জোর পূর্বক দখলের জন্য উঠে পড়ে লাগে। সংখ্যালঘু পরিবার গুলো আবাদ কৃত জমি দিতে অস্বীকৃতি জানালে নেমে আসে ওই পরিবার গুলোর উপর অত্যাচার।

গত শুক্রবার বেলা ১১টায় এমপি’র প্রায় ৫০ জন লোকজন কদমতলী সংখ্যালঘু কয়েকটি পরিবারের উপর হামলা চালায়। এতে নারী পুরুষসহ কয়েজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত হয় ভাগারাম (৪২) নামে একজন। তাকে স্থানীয়লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করে। অপর দিকে খনরাম সিংহ, অকুল সিংহ ও জনক রামের পরিবার অত্যাচারের ভয়ে শুক্রবার রাতেই ভিটে মাটি ছেড়ে ভারতে পালিয়ে যায় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।ভুক্তভোগি কেতু সিংহ জানান, এমপি’র লোকজন আমাদের ৫০ বিঘা জমি দখলের জন্য উঠে পড়ে লেগেছে। সেচ্ছায় জমি না দিলে হত্যার ও হুমকী দিচ্ছে এমপি’র লোকজন। তার বিরুদ্ধে কোথায় অভিযোগ করা যায় না। শেষ পর্যন্ত মনে হয় বাপ-দাদার ভিটে মাটি ছেড়ে পালিয়ে যেতে হবে।এ বিষয়ে স্থানীয় এমপি দবিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে জান।বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জমি দখলের বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে।