Neymar5

দৈনিকবার্তা-ঢাকা, ২০ জুন: কলম্বিয়ান প্রতিপক্ষ খেলোয়াড়কে মাথা দিয়ে আঘাত করার দায়ে বুধবার কোপা আমেরিকার গ্র“প পর্বের ম্যাচের শেষে লাল কার্ড পেয়েছিলেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। সেই অপরাধের শাস্তি হিসেবে পুরো কোপা আমেরিকা টুর্ণামেন্ট থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলের এই সেনসেশন। দক্ষিণ আমেরিকার ফুটবল গর্ভনিং বডি নেইমারকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে।শুক্রবার ২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের শুনানি শেষে তাকে এই শাস্তি প্রদান করা হয়। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটি শেষে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে নেইমার মাথা দিয়ে ম্যাচের একমাত্র গোলদাতা জেইসন মুলিরোকে আঘাত করেন। এই ঘটনায় তাকে লাল কার্ড দেখানো হয়।

যদিও আগের ম্যাচসহ এই ম্যাচটিতে হলুদ কার্ড পাবার কারনে এমনিতেই ভেনিজুয়েলার বিপক্ষে গ্র“পের শেষ ম্যাচে আর খেলা হতো না নেইমারের। কিন্তু শুক্রবারের শুনানি শেষে বার্সেলোনার স্ট্রাইকারের জন্য এই ধরনের শাস্তির প্রত্যাশাই করেছিল অনেকে। একইসাথে তাকে দশ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। এই শাস্তির বিপক্ষে নেইমার অবশ্য আপীল করতে পারবেন। কিন্তু খুব তাড়াতাড়ি যেহেতু শাস্তির শেয়াদ কমছে না তাই আপাতত কোপা আমেরিকায় আর খেলা হচ্ছে না সেলেসাও তারকার। ফাইনালে উঠলে ব্রাজিলের সামনে যেহেতু চার ম্যাচ বাকি থাকবে সেই কারনেই এটা অন্তত নিশ্চিত কোপা আমেরিকায় আর মাঠে নামতে পারছেন না নেইমার।নেইমার ছাড়াও ঐ ম্যাচে লাল কার্ড পাওয়া কলম্বিয়ান খেলোয়াড় কার্লোস বাক্কাকেও দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্ছ সংস্থা।২০০৭ সালের পরে প্রথমবারের মত কোপা আমেরিকার শিরোপা লাভের প্রত্যাশায় মাঠে নামা ব্রাজিলের সামনে এখন নেইমারকে ছাড়া টুর্নামেন্টের বাকি সময়টা কাটানো অনেকটা দু:সহ হয়ে উঠলো।

খেলোয়াড়দের মানসিকতায় এটা অনেক বড় চাপ পড়বে বলেই সংশ্লিষ্টদের মত। কলম্বিয়ার সাথে বিরোধটা ব্রাজিলের নতুন নয়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিজার সাথে আঘাত লেগে নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল। যদিও চিলিতে অনুষ্ঠিত এবারের আসরে বেশ আত্মবিশ্বাস ও ভাল ফর্ম নিয়েই খেলতে এসেছিলেন নেইমার। বিশেষ করে বার্সেলোনার হয়ে ট্রেবল শিরোপা জয়ের সুখস্মৃতি পিছনে ছিল এই তারকার। পেরুর বিপক্ষে টুর্ণামেন্টের প্রথম ম্যাচেও তিনি দারুন পারফর্ম করেছেন। নিজে এক গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহযোগিতা করেছেন। নেইমারের এই ছিটকে পড়া কোচ দুঙ্গার জন্যও সমস্যা হয়ে আসলো। নেইমারের অনুপস্থিতিতে এখন তাকে বাধ্য হয়ে আগামী চার ম্যাচ নতুন পরিকল্পনা কষতে হবে। যদিও দুঙ্গা বেশ আত্মবিশ্বাসের সাথেই বলেছেন, আমরা আগেও নেইমারকে ছাড়াই খেলেছি। এখনো আমরা প্রস্তুত আছি।