দৈনিকবার্তা-ঢাকা, ২০ জুন: টাইগারদের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। যে ভারতের বিপক্ষে কিছুদিন আগেও ম্যাচ জেতার স্বপ্ন দেখতো টাইগার সমর্থকরা, সেই ভারতের বিপক্ষেই সমর্থকদেরকে এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের তরুন খেলোয়াড়রা।আর তাই তো রোববার মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।শনিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরাসিংহে।তিনি বলেন, আমরা বলছি না যে, ভারতের বিপক্ষে আমরাই ফেভারিট। তবে আমরা যদি সেরাটা দিতে পারি তাহলে অবশ্যই সিরিজ জয় নিশ্চিত হবে।তবে সিরিজে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। সিরিজে সমতা ফেরাতেই কাল মাঠে নামবে ভারত। এমনটা জানিয়েছেন দলপতি এমএস ধোনি।এদিকে সিরিজ জিততে মরিয়া টাইগাররা শনিবার সকাল থেকেই অনুশীলন করেছে। অনুশীলনে সবাইকে প্রচুর পরিশ্রম করতে দেখা গেছে। সকালে টাইগাররা অনুশীলন করলেও দুপুরের পরে অনুশীলন করবে ভারত।তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৯ রানে জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা। কাল জিতলেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ।
প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। রোববার দ্বিতীয় ম্যাচেও সাফল্য পেলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে। উজ্জীবিত বাংলাদেশ কি পারবে দ্বিতীয় ম্যাচেও ভারতকে হারাতে? বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে ভারতকে ফেভারিট মানছেন ঠিকই, তবে নিজেদের জয়ের ব্যাপারেও তিনি দারুণ আশাবাদী। যদিও তাঁর মতে জিততে হলে প্রথমটির চেয়ে দ্বিতীয় ম্যাচে আরো ভালো খেলতে হবে।শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘ভারত খুব শক্তিশালী দল। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে তারা মরিয়া। তাই দ্বিতীয় ম্যাচে জিততে হলে আমাদের আরো ভালো খেলতে হবে, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আরো উন্নতি করতে হবে।সিরিজে এখনো ভারতকে এগিয়ে রাখা বাংলাদেশ কোচের অভিমত, আমি এখনো মনে করি এই সিরিজে ভারতই ফেভারিট। আমাদের চেয়ে তারা অনেক শক্তিশালী দল। তবে এটা মানতেই হবে যে আমরা এখন ভালো ক্রিকেট খেলছি।’ভারত কতটা শক্তিশালী, হাথুরুসিংহের পরের কথাতেই তা উঠে এসেছে, বাংলাদেশ সফরে ভারত পূর্ণশক্তির দল নিয়ে এসেছে। তাদের ব্যাটিং-বোলিং দুটোই নিঃসন্দেহে বিশ্বমানের। এমন দলের বিপক্ষে জয় পাওয়া সহজ নয়। যদিও প্রথম ম্যাচেই প্রমাণ করেছি যে তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রশংসা করে হাথুরুসিংহে বলেন, একটা দলকে উজ্জীবিত করতে অধিনায়কের যে ভূমিকা পালন করা উচিত মাশরাফি ঠিক সেটাই করে যাচ্ছে। তার পারফরম্যান্সেও আমরা সন্তুষ্ট।অন্যদিকে, বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে কিছ্ইু জানেন না ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা! শনিবার (২০ জুন) বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন তিনি। জানা তো দূরে থাক, উল্টো মেজাজ হারিয়ে বাংলাদেশি সাংবাদিককে প্রশ্ন করে বসেন, কোন নো বল?বাংলাদেশের ওই সাংবাদিকের রোহিতের কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপের ওই নো বল বিতর্কের কারণে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে বেশি উজ্জীবিত করেছে কি না? প্রথমে রোহিত বলেন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। এরপর প্রশ্ন করেন কোন নো বল? রোহিত মেজাজ হারানোয় ওই সাংবাদিক আর কথা বাড়ান নি।প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে ঠিক একইভাবে বিশ্বকাপের ম্যাচের বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপেরর বিতর্কিত ওই ম্যাচের প্রভাব এবারের সিরিজে পড়বে কিনা-এমন প্রশ্নের জবাবে ধোনিও পাল্টা প্রশ্নই করে বসেন, কোন ম্যাচের কথা বলছেন?
ধোনিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ স্মরণ করিয়ে দেওয়া হলে তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেছি এটা মনে আছে। সেটা তো ৩-৪ মাস আগের কথা। দুই-একদিনের মধ্যে কিছু ঘটলে হয়তো কিছু বলা যেত! ধোনি সে দিন ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করলেও রোহিত সেটা পারেন নি।ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে আসা রোহিত শর্মার কাছে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল, প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজের বল মোকাবেলা করতে কোনো পরিকল্পনা সাজিয়েছে কি না ভারত। ভারতীয় তিন সাংবাদিকের কাছ থেকে এমন প্রশ্ন আসার পরও মুস্তাফিজকে নিয়ে প্রশংসার ধারে কাছেও যাননি রোহিত।তিনটি পশ্নের উত্তরেই রোহিত বলে গেছেন, মুস্তাফিজ মিরপুরের কন্ডিশনকে কাজে লাগিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে উইকেট স্লো হয়ে আসছিল। কন্ডিশনের ব্যবহার করেছে সে।