Gournadi Photo- 20-06-15 (1)

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২০ জুন: জেলার গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের দু’পরিবারের ১১জন সদস্যকে শুক্রবার দিবাগত রাতে অচেতন করে সর্বস্ত্র লুট করে নিয়েছে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। শনিবার সকালে মুর্মুর্ষ অবস্থায় অচেতন ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, ওই গ্রামের পল্লী চিকিৎসক গৌতম কর ও নিরঞ্জন করের পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পরে। এসুযোগে দুবৃর্ত্তরা উভয়ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। শনিবার সকালে ওই দুই পরিবারের লোকজন ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা এগিয়ে এসে মুর্মুর্ষ অবস্থায় নিরঞ্জন কর, সঞ্জয়, রিংকু, কৌশিক, কথা রানী, মঞ্জু রানী, গৌতম কর, অশিত কর, অমিত কর, টুলু রানী, অর্পনা রানী করকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ওইদিন দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।