Gournadi Photo 20-06-15 (1)

দৈনিকবার্তা-আগৈলঝাড়া (বরিশাল), ২০ জুন: বরিশালের আগৈলঝাড়ায় ঘণ ঘণ বিদু্যত্‍ বিপর্যয়, অব্যাহত লোডশেডিং আর পবিত্র রমজানের শুরু থেকে ইফতার, সেহরী, তারাবী এমনকি দিনে-রাতে বিদু্যতের “মিসকল” দেয়ার প্রতিবাদ জানিয়ে অব্যাহত বিদু্যত্‍ সরবরাহর দাবিতে বিক্ষুদ্ধ গ্রাহকরা গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দু’ঘন্টা ব্যপী পল্লী বিদু্যত্‍ আগৈলঝাড়া জোনাল অফিস ঘেরাও করে রাখে৷ বিক্ষুব্ধ গ্রাহকদের সংঘবদ্ধ হতে দেখে তোপের মুখে পালিয়ে গেছেন ডিজিএম মোবাচ্ছের আলী৷ জিএম’র আশ্বাসে অবরুদ্ধতা প্রত্যাহার৷

ভুক্তভোগী বিক্ষুব্ধ গ্রাহকরা জানান, গত এক সপ্তাহ যাবত বিদু্যত্‍তের যাওয়া আসা আর অব্যাহত লোডশেডিং-এর কারণে আগৈলঝাড়া জোনাল অফিসের আওতায় ৩০ হাজার গ্রাহক চরম বিড়ম্বনায় পড়ে৷ এদিকে স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এলাকার বিদু্যত্‍ সমাধানের জন্য মাদারীপুর গ্রীড থেকে ১০ মেগাওয়াট বাড়তি বিদু্যত্‍ বরাদ্দ করেছেন৷ তারপরেও প্রথম রমজান শুক্রবারে অন্তত ৫০বার বিদু্যত্‍ যাওয়া আসা করেছে৷ এর সাথে লোডশেডিং চলেছে পাল্লা দিয়ে৷ এর সাথে একটু বাতাস হলে তো কথাই নেই৷ ওই অজুহাতে বন্ধ থাকে ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত বিদু্যত্‍ সঞ্চালন৷

রমজানের শুরুতে ইফতার, সেহরী ও তারাবীর নামাজের সময় বিদু্যত্‍ সরবরাহ না করায় ধর্মপ্রান মুসল্লীসহ সকল গ্রাহকরা ক্ষোভে ফুসে উঠেছে৷ এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার আগৈলঝাড়ার পল্লী বিদু্যত্‍ জোনাল অফিস দুই ঘন্টা ঘেরাও করে রাখে বিক্ষুব্ধ গ্রাহকরা৷এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, যতীন্দ্র নাথ মিস্ত্রী, আ.ছত্তার মোল্লা, গোলাম মোস্তফা সরদার, শহিদ পাইক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন সরদার, শ্রমিক লীগ সভাপতি লিটন তালুকদার, ছাত্রলীগ নেতা আবু সালেহ লিটন, অনিমেষ মন্ডল, বরুন বাড়ৈসহ বিক্ষুব্ধ গ্রাহকেরা

Gournadi Photo 20-06-15

একপর্যায়ে জিএম হেমচন্দ্র বৈদ্য আগৈলঝাড়া জোনাল অফিসের এজিএম (লাইন) আনসার উদ্দিনের মাধ্যমে বিক্ষুব্ধ গ্রাহকদের অব্যাহন বিদু্যত্‍ সরবরাহের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা জোনাল অফিস ত্যাগ করেন৷নাম না প্রকাশের শর্তে সংশ্লিষ্ট সূত্র জানায়, গৌরনদী- আগৈলঝাড়া-উজিরপুর উপজেলার জন্য পিক আওয়ারে ২৩ মেগাওয়াট বিদু্যতের চাহিদা থাকলেও বরাদ্দ দেয়া হয় ১২ থেকে ১৪ মেগাওয়াট৷ বরাদ্দকৃত বিদু্যত্‍ গৌরনদী থেকে সঞ্চালনের মাধ্যমে অন্যান্য এলাকায় বিতরণ করা হয়৷ তাই গৌরনদীর চাহিদা পুরণ করে অন্যান্য এলাকায় সামান্য বিদু্যত্‍ সরবরাহ করা হয়৷এব্যাপারে ডিজিএম মোবাশ্বর আলীর ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি৷

বরিশাল পল্লী বিদু্যতের জিনারেল ম্যানেজার (জিএম) হেমচন্দ্র বৈদ্য বলেন, হঠাত্‍ করে গৌরনদীতে একটি ট্রান্সমিটার নষ্ট হওয়ায় সমস্য তৈরী হয়েছে৷ ওই ট্রান্সমিটার মেরামত করা হয়েছে৷ এমপি সাহেবের ১০ মেগাওয়াট বিদু্যত্‍ বরাদ্দের ব্যাপারে তিনি বলেন, পিডিবিতে বরাদ্দ করা হলেও তা আগে কার্যকর করা হয়নি৷ পিডিবির সাথে গতকাল (শনিবার) এবিষয়ে কথা হয়েছে৷ শনিবার থেকে তারা বাড়তি ১০ মেগাওয়াট বিদু্যত্‍ সরবরাহ করবে৷ ওই বিদু্যত্‍ পেলে গ্রাহক আর ভোগান্তিতে পরবেনা৷ ডিজিএম পলায়নের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, হয়তো লাইনের কোন কাজে গিয়েছিল৷ গ্রাহকদের ফোন না ধরার ব্যাপারে তাকে সতর্ক করে দেবেন বলেও তিনি জানান৷