Rajshahi Shilpo Mews News 19-6-15

দৈনিকবার্তা-রাজশাহী, ১৯ জুন: রাজশাহীতে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও হস্ত শিল্প মেলা শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীনপ্লাজায় এ মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম মেলার উদ্বোধন করেন। এরপর তিনি মেলা পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সৈয়দা জেবিননিছা সুলতানা, মেলা কমিটির সভাপতি রওশন আলী বুলবুল, সাধারণ সম্পাদক তোহারাব আলী ইমন প্রমূখ।