arrest

দৈনিকবার্তা-যশোর, ১৯ জুন: যশোর-মাগুরা মহাসড়কের খাজুরার ভাটার আমতলা থেকে ডিবি পুলিশের পোশাক,অস্ত্র, গাড়িসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।এ সময় পুলিশের সাথে ডাকাতদলের গোলাগুলি হয়। এতে চার পুলিশ সদস্যসহ ৫ ডাকাত আহত হয়। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ডাকাতরা হলো- মুন্সিগঞ্জের লোহজং দক্ষিণ মেহেনীপুরের আবু তাহেরের ছেলে আব্দুল হাই (৪০), খুলনা ডালমির পুলিশ ফাঁড়ি এলাকার আকবর আলীর ছেলে ফারুক ওরফে বাদশা (৪৫), ঢাকার সাভার এলাকার নবাব আলীর ছেলে আনিসুর রহমান (৪২), ঝালকাঠির কাঁঠালিয়ার উত্তর তেতড়িপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে হাসান (২৪) ও সিলেটের গোলাপবক্স শিলঘাট মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে রাজিব হোসেন (২৯)।আটককৃত ডাকাতদের কাছ থেকে পুলিশের পোশাক, তিনটি আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি, মেটাল ডিটেক্টর, রামদা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

যশোরের সহকারী পুলিশ সুপার শেখ বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয় যায়- খাজুরা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে সড়কে তল্ল¬াশি করা হ”েছ। খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ তার দলবল নিয়ে ভাটার আমতলায় যান। সেখানে একটি মাইক্রোবাসসহ ৫ জন লোককে তারা দেখতে পান।। চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে চার পুলিশ সদস্য এবং ওই ৫ ডাকাত আহত হয়। পরে তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।