mumbaibg_667129107

দৈনিকবার্তা-মুম্বাই, ১৯ জুন: মুম্বাইর মালাদ শহরতলির লক্ষ্মীনগরে গতকাল বিষাক্ত মদ পান করায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। ভারতে বিষাক্ত মদপানজনিত কারণে মৃত্যুর এটি সর্বশেষ ঘটনা। আজ শুক্রবার পুলিশ একথা জানায়।মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার ধনঞ্জয় কুলকার্নি বলেন, বিষাক্ত মদপানের পর বুধবার সকালে তারা অসুস্থ হয়ে পড়ে।তিনি বলেন, ‘বিষাক্ত মদপান করে ৩৩ জন মারা গেছে এবং এ ঘটনায় আরো ১০ জন মৃত্যুর সাথে লড়ছে।’কুলকার্নি আরো বলেন, ‘নিরাপত্তা বাহিনীর অপরাধ দমন শাখার সদস্যরা ঘটনাটি খতিয়ে দেখছে এবং তারা এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজন সন্দেহভাজনকে আটক করেছে।’এদিকে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস এ ব্যাপারে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।সারা ভারত জুড়েই বেআইনিভাবে প্রস্তুত মদের ব্যবহার ব্যাপক। কখনো কখনো এই মদ এক ডলারেরও কম দামে বিক্রি হয় । এই মদ খেয়ে প্রায় দেশটিতে মৃত্যুর ঘটনা ঘটে থাকে।গত জানুয়ারি মাসে ঘরে তৈরী বিষাক্ত মদপান করার পর উত্তর প্রদেশের লক্ষ্ণৌর কাছে ৩১ জনের বেশী লোকের মৃত্যু হয়।এছাড়া উত্তর প্রদেশে ঘরে তৈরী বিষাক্ত মদপান করে ৩৬ জনের বেশী গ্রোমবাসী মারা যাওয়ার ঘটনায় ২০১৩ সালের অক্টোবর মাসে পুলিশ ১২ জনকে গ্রেফতার করে।