দৈনিকবার্তা-রাজশাহী, ১৯ জুন: রমজান ও ঈদুল ফিতরে মার্কেট এলাকায় দিনের বেলায় ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। রাজশাহী মহানগর পুলিশের এক আদেশে শুক্রবার (১৯ জুন) থেকে ঈদের পরদিন পর্যন্ত নগরের মার্কেট এলাকায় সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ বলবৎ থাকবে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, মাহে রমজান ও ঈদুল ফিতর পর্যন্ত নগর এলাকা যানজটমুক্ত রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, নগরে যান ও লোকজন চলাচল স্বাভাবিক রাখতে আরএমপি অধ্যাদেশ ১৯৯২’র ২৬, ২৮, ২৯ ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের ওই নিষেধাজ্ঞায় নগরের সাহেব বাজার জিরোপয়েন্ট ও মনিচত্বর মোড়ে ইউটার্ন ও রাইটটার্ন নেওয়া যাবে না বলেও জানানো হয়। এছাড়া জিরোপয়েন্ট থেকে মনিচত্বর পর্যন্ত রাস্তার দু’ধারে সব ধরণের যানবাহন পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনে সবাইকে জামাল সুপার মার্কেটের পূর্বদিকে ও রাজশাহী কলেজের পশ্চিম দিকে গাড়ি পার্কিং করতে বলা হয়েছে।
অপরদিকে নিউমার্কেট এলাকায় আসা গাড়িগুলো গৌরহাঙ্গা গোরস্থানের পাশে পার্কিং করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইমা, ব্যাটারিচালিত অটোরিকশা, টেম্পু, সিএনজি কোনো অবস্থাতেই দাঁড়াতে পারবে না। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মাধ্যমে নিবন্ধন করা রিকশা ছাড়া অন্য এলাকার রিকশা-ভ্যান নগরে প্রবেশ করতে পারবে না। আরএমপি’র ওই আদেশ অনুযায়ী রমজান চলাকালে কোনো রাস্তা ও রাস্তার মোড়ে সভা সমাবেশ করা যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।