Rajshahi Bagha Pdb Bill News 19-6-15

দৈনিকবার্তা-রাজশাহী, ১৯ জুন: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের অধীনে বকেয়া বিল আদায়ের লক্ষে বিশেষ অভিযান চালানো হয়েছে। গতকাল দিনব্যাপী বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা অভিযান চালিয়ে গ্রাহকের কাছ থেকে ১৭ লক্ষ টাকা মধ্যে ১৩ লাখ টাকা বকেয়া বিল আদায় করেছে। এ সময় বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে ৭০ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। সমিতির আড়ানী অভিযোগ কেন্দ্রের প্রধান অখিল কুমার শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বকেয়া বিল আদায়ে অভিযান অব্যাহত থাকবে।