dhoni-mustafiz2

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ জুন: ভারতের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ও অভিষেক হওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে জরিমানা করা হয়েছে। জরিমানায় ধোনির ম্যাচ ফি থেকে ৭৫ শতাংশ ও মুস্তাফিজের ৫০ শতাংশ কেটে নেয়া হবে।শুক্রবার দুপুরে হোটেল সোনাগাঁওয়ে ওই ম্যাচের আম্পায়ার, ম্যাচ রেফারি এবং ধোনি-মুস্তাফিজের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে উভয়কে জরিমানা করার সিদ্ধান্ত হয়।মিরপুরে ২৫তম ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল রান নিতে দৌড়ানোর সময় মুস্তাফিজকে সজোরে ধাক্কা দেন ধোনি। এতে ক্রিজের বাইরে ছিটকে পড়েন মুস্তাফিজ। এতে কিছু সময়ের জন্য মাঠও ছাড়তে হয় তাকে। তার পরিবর্তে ২৫তম ওভার শেষ করতে বল হাতে নিতে হয় নাসির হোসেনকে।তবে ম্যাচ শেষে মুস্তাফিজ বলেছেন, ভুলটা আমারই ছিল। আমিই সঠিক জায়গা দিয়ে হাঁটিনি।ম্যাচ শেষে ধোনি বলেন, বোলার মনে করেছিল আমি সরে যাব পথ থেকে। আমি মনে করেছিলাম বোলার সরে যাবে। কেউই যায়নি, তাই ধাক্কা লেগে গেছে। আমি মনে করি, খেলায় এমন হতেই পারে। খুব বড় করে দেখার কিছু নেই। পরে আমি ওর সাথে কথা বলেছি।