atnewsbd06588

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ জুন: রাজধানীর বনানীতে আজ ভোরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।বনানী ফ্লাইওভারের নিচে আর্মি স্টেডিয়ামের উল্টো দিকে ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- আরিফ হোসেন (২৫), শামীম (২২) এবং মিজানুর রহমান (২২)।এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের ঠিকানা জানা যায়নি।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বনানী থানার এসআই আতাউর রহমান জানান, আজ ভোরে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান ফ্লাইওভারে উঠতে যাচ্ছিল। অন্যদিকে বালুভর্তি একটি ট্রাক কুড়িল থেকে উল্টো পথে আসছিল।এসময় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হলে ছয় আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।ঢাকা মেডিকেল ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনা নিশ্চিত করেছেন।