দৈনিকবার্তা-বগুড়া, ১৯ জুন: সংঘবদ্ধ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি বজলুর রহমান বগুড়া শজিমেক হাসপাতালে ১০ দিন পর বৃহস্পতিবার রাতে মারা গেছে। বজলু একই এলাকার হাজরাদিঘী বলিয়া পাড়ার লায়েবালীর পুত্র। গত ৮ জুন রাত ৯টার দিকে বজলুকে ঘোড়াধাপ বন্দর থেকে সিএনজি যোগে এলাকার শশীবদনী সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ডেকে নিয়ে নিয়ে যায়। এ সময় উল্লেখিত আগে থেকে ওৎ পেতে থাকা ১২/১৩ জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালিয়ে সিএনজি থেকে টেনে-হেচড়ে নামিয়ে নিয়ে গিয়ে প্রায় ১৬/১৭ স্থানে ছুরিকাঘাকত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা মৃত্যু ভেবে তাকে ফেলে চলে যায়।
এরপর তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েক দিন বজলুর পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটলে সোমবার সকালে তার অবস্থার অবনতি ঘটতে বিকেলে তাকে ঢাকায় নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে ময়না তদন্ত শেষে এবং বাদ আসর হাজরাদিঘী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ছুরিকাঘাতের ঘটনায় এলাকার ১০ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ মানিক ও রিজু নামের দুই আসামীকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।