foridpur_61996

দৈনিকবার্তা-ফরিদপুর, ১৯ জুন: ফরিদপুরের মধুখালী উপজেলার মীরের কাপাসহাটিয়া গ্রামের মো: আলী আকবর খাঁনের পুত্র, রেলগেট এলাকার পার্টস ব্যবসায়ী মো: বাবলু খাঁন (৪৩) এ নামে ধর্ষনসহ একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। যদিও এরই মধ্যে ধর্ষন মামলাসহ দুটি মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় বাবলুকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।মামলার শিকার মো: বাবলু খাঁন বলেন, আমি বিভিন্ন সময়ে এলাকার নীরিহ, সাধারণ মানুষের পাশে তাদের উপর অন্যায় ও জুলুমের প্রতিবাদ করি এবং ন্যায় সঙ্গতভাবে তাদের পাশে থাকার চেষ্টা করি। এছাড়া বিভিন্ন শালিশী বৈঠকে সত্য ও সঠিক কথা বলার চেষ্টা করায় এলাকার একটি অসাধু চক্র অনৈতিকভাবে সুযোগ সুবিধা নিতে না পেরে আমাকে পথের কাটা মনে করতে শুরু করে। চক্রটিই আমাকে শাহেস্তা করতে ২০১৪ সালের ২০ অক্টোবর এলাকার জনৈক জরিনা বেগমকে দিয়ে একটি মিথ্য ধর্ষন মামলা দায়ের করেন।

আদালতে সাক্ষ্যপ্রমান গ্রহন শেষে মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত ২০১৫ সালের ২১ এপ্রিল মামলাটি খারিজ করে দেয়। একই ব্যক্তিকে দিয়ে ১জানুয়ারী আরো একটি মামলা দায়ের করা হলে সেটিও খারিজ হয়ে যায়। চক্রটি ২০১৪ সালের ১৪ ডিসেম্বর আরো একটি মামলা দায়ের করে, যা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।সংবাদকর্মীদের নিকট সহায়তার দাবীতে লিখিত আবেদনে বাবলু উল্লেখ করেন, শালিশ বৈঠকে যাওয়া বন্ধ না করলে তার বিরুদ্ধে আরো মামলা রুজু করা হবে। বাবলু আরো জানান, চক্রটি এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধাচারণ করার সাহস পায়না। তিনি দাবী করেন ওই চক্রটি শালিশ বৈঠকের নামে সাধারণ মানুষকে জিম্মি করে নানাভাবে অনৈতিক সুবিধা নিয়ে আসছে।