news_img

দৈনিকবার্তা-নিয়ামি, ১৯ জুন: নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গিদের এক ভয়াবহ হামলায় ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশীর ভাগই নারী ও শিশু। বুধবার রাতে তারা এ হামলা চালায়।বৃহস্পতিবার নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী হাসুমি মাসাউদু সরকারি বেতার কেন্দ্রকে বলেন, ‘বোকো হারাম সন্ত্রাসি গ্রুপের সদস্যরা লামানা ও গুমাও গ্রামে হামলা চালায়। এতে প্রাথমিকভাবে ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানা গেছে। এদের মধ্যে ১৪ জন পুরুষ, ১৪ জন নারী ও ১০টি শিশু ।’জিহাদিদের হামলার শিকার এ গ্রাম দু’টি নাইজেরিয়ার পার্শ্ববর্তী দিফা প্রদেশের গুয়েসকারুতে অবস্থিত। নাইজিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বিভিন্ন অংশ বোকো হারামের নিয়ন্ত্রণে রয়েছে।লেক শাদের পাশের একটি দ্বীপে গত এপ্রিলে ভয়াবহ হামলায় ৭৪ জন নিহত হওয়ার পর নাইজারে এ জিহাদি গ্রুপের এটি সর্বশেষ বড় ধরণের হামলার ঘটনা।মাসাউদু জানান, এ হামলায় তিনজন আহত হয়েছে। তাদেরকে দিফার প্রাদেশিক প্রাদেশিক রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, তারা এ হামলার সময় আরো শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।