Chittagong_sm_270818011

দৈনিকবার্তা-চট্টগ্রাম, ১৯ জুন: দোহাজারি ১০০মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেলবাহী একটি ট্রেনের দুইটি ট্যাংকার লাইনচ্যুত হয়ে খালে ডুবে গেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে বোয়ালখালী উপজেলার ধলঘাট ২৪নং সেতুতে এ ঘটনা ঘটে।এতে ট্রেন চালক গুরুতর আহত হয়েছেন। বোয়ালখালী উপজেলার ধলঘাট স্টেশন মাস্টার অনুপম দে বলেন,বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেলবাহী ট্রেনটি ৯টি ট্যাংকার নিয়ে দোহাজারি যাচ্ছিল।ধলঘাট স্টেশন পার হয়ে বোয়ালখালী খালের উপর ২৪নং সেতু পার হওয়ার সময় ইঞ্জিনসহ দুইটি ট্যাংকার লাইনচ্যুত হয়ে খালে পড়ে ডুবে গেছে। একটি ট্যাংকার কাত হয়ে আছে।ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান তিনি।

এদিকে ডুবে যাওয়া ট্যাংকার থেকে বিপুল পরিমান ফার্নেস অয়েল খালে ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয় লোকজন।পূর্ব রেলের মহা ব্যবস্থাপক মোজাম্মেল হক জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে লোক পাঠিয়েছেন। দোহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য চট্টগ্রাম থেকে ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল ট্রেনটি। বোয়ালখালী উপজেলায় গোমদণ্ডি ও ধলঘাটের মাঝামাঝি এলাকায় ২৪ নম্বর রেল সেতু পার হওয়ার সময় সেটি দুর্ঘটনায় পড়ে।

গোমদণ্ডির স্টেশন মাস্টার আবু জাফর জানান, ট্রেনের ইঞ্জিন পার হওয়ার পর সেতু ভেঙে দেবে যায়। ফলে দুটি ট্যাংকার পড়ে যায়।ওই ট্রেনে মোট আটটি ট্যাংকার ছিল জানান তিনি।এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি-না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।