rr

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ জুন: বিভিন্ন কর অঞ্চল, কাস্টম হাউস বা কমিশনারেটসমূহের অনিষ্পন্ন মামলাসমূহ ডিজিটাল পদ্ধতিতে দ্রুত নিষ্পত্তির জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘ডিজিটিাল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম’ শিরোনামের একটি অনলাইন সফটওয়্যার তৈরি করবে।এ লক্ষে এনবিআর সদস্য (শুল্ক রপ্তানি ও বন্ড) হুসেইন আহমেদকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে সফটওয়্যার চালুর বিষয়ে প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই-বাছাইপূর্বক প্রতিবেদন পেশ করবে।বৃহস্পতিবার এনবিআর সম্মেলনকক্ষে সংস্থার চেয়ারম্যান মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় এনবিআরের সদস্য (শুল্ক নীতি) মোঃ ফরিদ উদ্দিন, সদস্য (শুল্ক রপ্তানি ও বন্ড) হুসেইন আহমেদসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, বর্তমান সরকারের ‘রূপকল্প-২০২১ ও ২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে মানব বান্ধব, ব্যবসা বান্ধব এবং সেবাধর্মী একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কাজ চলছে। জনকল্যাণে রাজস্ব বোর্ডকে আরো অধিকতর শক্তিশালী, গতিশীল ও সুশাসনযুক্ত সেবা প্রদান নিশ্চিত করার ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষতা সাধন একান্ত অপরিহার্য।

তিনি বলেন, ‘ডিজিটিাল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক সফটওয়্যার চালু হলে রাজস্ব সংশ্লিষ্ট মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে করে রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি মামলা জট কমবে। ভবিষ্যতে রাজস্ব আদায় বৃদ্ধিতে এ ধরণের উদ্ভাবনীমূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর, শুল্ক ও মূসক অনুবিভাগের প্রায় ২৩ হাজার মামলা চলমান রয়েছে। এ সকল মামলায় সরকারের ২৬ হাজার কোটি টাকার আর্থিক সংশ্লেষ সম্বলিত রাজস্ব জড়িত রয়েছে। সরকারি আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট এই বিপুল সংখ্যক মামলা পরিচালনার সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্তমান পদ্ধতিতে দ্রুত মনিটরিং এবং নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। যার ফলে দিন দিন মামলার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অনাদায়ী রাজস্বের পরিমাণ বাড়ছে।