দৈনিকবার্তা-ঢাকা, ১৮ জুন: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,২০১৬ সালের জানুয়ারিতেই মাদরাসা শিক্ষার পাঠ্যবই ইন্টারএ্যাকটিভ ডিজিটাল পাঠ্যবইয়ে রূপান্তর শুরু হচ্ছে।তিনি বলেন, প্রথম পর্যায়ে দাখিল স্তরের ৬ষ্ঠ শ্রেণির ৪টি বই এবং অন্য ১২টি সাধারণ শিক্ষার বই নিয়ে কাজ শুরু হয়েছে। ক্রমান্বয়ে ৭ম, ৮ম ও ৯ম-১০ম শ্রেণির বইও ডিজিটালাইজড করা হবে। মাদ্রাসা শিক্ষা আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না।শিক্ষামন্ত্রী বৃহষ্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) মাদ্রাসা শিক্ষা ধারার দাখিল স্তরের ইসলামী ও আরবি বিষয়সমূহের পাঠ্যপুস্তক ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল মাদরাসা বুকস-এ রূপান্তর বিষয়ক ওরিয়েন্টশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছায়েফ উল্যার সভাপতিত্বে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, রোকসানা মালেক, নায়েমের মহাপরিচালক হামিদুল হক, জমিয়াতুল মোদারেছীনের মহাসচিব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী প্রমুখ বক্তব্য রাখেন।শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন আনা হচ্ছে। এজন্য শিক্ষার প্রতিটি স্তরে প্রযুক্তির প্রয়োগ করে দক্ষতার সাথে এগোতে হবে। এখন বড় চ্যালেঞ্জ গুণগতমানের শিক্ষা। এজন্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছে।২০১৬ সাল থেকে ৬ষ্ঠ শ্রেণির কুরআন মজিদ, আকাইদ ও ফিকহ, আরবি প্রথমপত্র এবং আরবি দ্বিতীয়পত্র বিষয় ৪টির পাঠ্যবই ডিজিটালাইজড করবে মাদ্রাসা শিক্ষা বোর্ড।এছাড়া এনসিটিবি বাকি সাধারণ ১২টি বইয়ের ডিজিটাল কনটেন্ট তৈরি করবে। বিষয়বস্তুর ডিজিটাল ভার্সন যা অফলাইন বা অনলাইনের সুবিধা নিয়ে কম্পিউটার, ট্যাব, এমনকি মোবাইল ফোনেও পড়া যাবে। এ ধরনের পাঠ্যপুস্তকে জাতীয় প্রেক্ষাপট বিবেচনাপূর্বক ছবি, চিত্র, চার্ট, ডায়াগ্রাম, অডিও-ভিডিও হাইপার লিংক আকারে সংযোজিত হবে।