bogra_map_832570059

দৈনিকবার্তা-বগুড়া, ১৮ জুন: বগুড়ায় ‘যক্ষা নিয়ন্ত্রন: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ বিষয়ে এক গোল টেবিল বৈঠক করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক যৌথভাবে বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বগুড়ার সিভিল সার্জন ডা: মো: অর্ধেন্দু দেব। অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বগুড়ার সভাপতি ডা: মোস্তফা আলম নান্নু, বগুড়া প্রেস ক্লাবের, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের বগুড়া বক্ষ ব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা: রবীন্দ্র চন্দ্র মিত্র। অন্যদের ডেপুটি সিভিল সার্জন ডা: আবুল কালাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: আব্দুল ওয়াদুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্রাচার্য শংকর, পেসড’র নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিভা প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সস্পাদক আরিফ রেহমান। বৈঠকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকে বগুড়ার যক্ষা রোগ পরিস্থিতি তুলে ধরা হয়।বক্তারা বলেন, যক্ষা এখন আর মরনব্যাধী নয়। ডটস পদ্ধতির চিকিৎসা নিয়ে যক্ষা আক্রান্ত হাজার হাজার রোগী ভাল হচ্ছে। সামাজিক সচেতনতা ও সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষা রোগ নির্মুল করতে হবে। আক্রান্ত রোগীকে চিকিৎসার আওতায় আনতে সকলকে সচেতন হতে হবে। বক্তারা গণমাধ্যম কর্মিদের এ বিষয়ে আরো কাজ করার আহবান জানান।