দৈনিকবার্তা-ফেনী, ১৮ জুন: ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা ও নিজাম হাজারী সমর্থিত গোলাম রসুল মানিক (২৮) কে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি করে হত্যা করেছে একই ইউনিয়ন স্বদলীয় যুবলীগকর্মীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোলাম রসুল মানিক কুরুচিয়া গ্রামের একটি চায়ের দোকানে অবস্থান করছিল। এসময় পাশ্ববর্তী চর হকদি গ্রামের যুবলীগকর্মী ও স্থানীয় বাহার উদ্দিন চেয়ারম্যান সমর্থিত গোলাম মাওলা মিস্টার ও আজিমুর রহমানের নেতৃত্বে ৭/৮ জন যুবলীগকর্মী সিএনজি অটোরিক্সাযোগে এসে অতর্কিতভাবে গুলি করে পালিয়ে যায়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মানিক কুরুচিয়া গ্রামের মোঃ শাহজাহান সাজুর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
ফেনী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শুসেন চন্দ্র শীল জানান, গোলাম রসুল মানিক ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। ঘাতক গোলাম মাওলা মিস্টার ইউনিয়ন যুবলীগকর্মী।ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোরশেদ মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।