dudud-rijvi-thumbnail

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ জুন: রাজধানীর পল্টন থানায় করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন নাকচ করে আদেশ দেন। এদিন মামলাটির জামিন শুনানির জন্য দিন ধার্যল ছিল।শামসুজ্জামান দুদু ও রুহুল কবির রিজভীর পক্ষে আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ জামিন চেয়ে শুনানি করেন।শুনানি শেষে জামিন নাকচের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন জয়নাল আবেদিন মেজবাহ।চলতি বছরের শুরুতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করে পুলিশ।গত ১১ জানুয়ারি মিরপুর এলাকা থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে আটক করে পুলিশ। অন্যদিকে রুহুল কবির রিজভীকে গত ৩০ জানুয়ারি রাত পৌনে তিনটার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে গ্রেফতার করে র্যা ব। তারা দুজনই এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।