madaripur_70569

দৈনিকবার্তা-মাদারীপুর, ১৮ জুন: দালালদের খপ্পড়ে পড়ে অবৈধভাবে মালায়েশিয়া যাবার পথে নিখোঁজ হয়েছেন মাদারীপুরের রাজৈর উপজেলার অর্ধশত যুবক। তাদের পরিবারে চলছে এখন কান্নার রোল। এ ঘটনার পর থেকে মানবপাচারকারী দালালচক্রের সদস্যরা পলাতক রয়েছে। এদিকে, নিখোঁজদের পরিবারের অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ায় কথা জানিয়েছে পুলিশ।

মাদারীপুরের রাজৈরের নরারকান্দি গ্রামের পান্না খা’র স্ত্রী সাকিমা বেগম নিখোঁজ স্বামীকে ফিরে পেতে সরকারের কাছে আকুল আবেদন জানান গত ২৫ মার্চ দালালদের খপ্পড়ে পরে অবৈধভাবে মালায়েশিয়া যাবার পখে নিখোঁজ হন তিনি।শুধু সাকিমা বেগমের স্বামী পান্না খা’ই নয়। তার সাথে একই এলাকার আবু সাইদ, মিন্টু, আওলাদসহ প্রায় ৩০ যুবক আমগ্রাম ইউনিয়নের কৃষ্ণেরমোড় এলাকার দালাল চক্রের সদস্য হাফেজ ফকিরের ছেলে শামীম ও সম্রাটের নেতৃত্বে গত ২৫ মার্চ অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে নিখোঁজ হয়।নিখোঁজদের তালিকায় রয়েছে রাজৈরের ইশিবপুর ও বদরপাশা ইউনিয়নের আল-আমিন, সানোয়ার, জাফরসহ অনেকেই। তাদের পরিবারে চলছে এখন কান্নার রোল।এমন ঘটনায় দালালদের কঠোর শাস্তি দাবী করেছে এলাকাবাসী।

এদিকে,রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভুইয়া জানান, নিখোঁজদের পরিবারের অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।তবে দেশ ব্যপি মানব পাচার কারীদের বিরুদ্:ধে কঠোর ব্যবস্থা নেয়ায় মানবপাচারকারী দালালচক্রদের সদস্যরা পলাতক রয়েছে।