duet

দৈনিকবার্তা-গাজীপুর, ১৮ জুন: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক সমিতির নির্বাাচনে যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে ড. মোঃ রাজু আহমেদ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার শিক্ষক সমিতির নবনির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ১১ সদস্যের এ কমিটির নির্বাচনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী। নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব নিচ্ছেন।

শিক্ষক সমিতির নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি পদে পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক যন্ত্রকৌশল বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ পুরকৌশল বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মাজহারুল আলম, ক্রীড়া সম্পাদক যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক শাওন তালুকদার, মহিলা সম্পাদক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক সুমাইয়া কাজরী এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহমুদ আলম ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ড. মোঃ আবদুস সাহিদ।

পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম নির্বাচন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারি অধ্যাপক এস এম মাহফুজ আলম। ডুয়েট’র পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মোছাঃ কামরুন নাহার বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।