SABINA._234176931

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ জুন: চলচ্চিত্রের গান মানেই সাবিনা ইয়াসমিন কিংবা রফিকুল আলম- এমন একটা জোয়ার ছিলো এক সময়। তারা দু’জন যদিও এখন প্লেব্যাকে তুলনামূলক কম সময় দিচ্ছেন। তবুও তাদের গানের আলাদা আবেদন সব সময় ছিলো, এখনও আছে।শেষ কবে সাবিনা ইয়াসমিন ও রফিকুল আলম একসঙ্গে গান গেয়েছেন, সেটি তাদেরও ঠিক মনে নেই। সময়টা নিশ্চয়ই দীর্ঘ। এই দূরত্ব ঘুচছে ‘বাসর হবে মাটির ঘরে’র মধ্য দিয়ে। এটি একটি চলচ্চিত্র। এতে দীর্ঘদিন পর তারা একসঙ্গে গাইছেন।১৮ জুন সন্ধ্যায় গানটিতে কণ্ঠ দেবেন তারা। গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীত শওকত আলী ইমনের।বাসর হবে মাটির ঘরে চলচ্চিত্রটি পরিচালনা করছেন শাহ মোহাম্মদ সংগ্রাম।