Obaidul-Kader1

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ জুন: আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে সড়ক পরিবহন ব্যবস্থা চালু হতে যাচ্ছে। তবে উভয় দেশের নিয়ম অনুযায়ী পণ্যবাহী, যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহন যার যার দেশের ভ্যাট, ট্যাক্স দিয়ে চলতে হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।গত ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত চার দেশের মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষে বুধবার বিকেলে এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের মন্ত্রী এসব জানান।মন্ত্রী বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচলের জন্য ‘বিবিআইএন মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট’ (এমভিএ) সই হয়েছে।’এ চুক্তি বাস্তবায়নে আগামী ৬ মাসের চার দেশের ভ্যাট, টাক্সসহ সব নিয়ম-কানুন ঠিক করতে সময় লাগবে। অর্থাৎ আগামী ২০১৬ সালের প্রথম দিকে যানবাহন চলাচল শুরুর প্রক্রিয়া শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত চার দেশের মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ১৪ জুন সচিব পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে সচিবরা চুক্তির বিষয়ে মতৈক্যে পৌঁছান।এ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার (১২ জুন) সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ভুটানে যান। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, যুগ্ম-সচিব আব্দুল মালেক, চন্দ্রন কুমার দে ও সেতু বিভাগের তথ্য কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ।