50227f853868289e01f4433a7ff40ef4-1

দৈনিকবার্তা-হংকং, ১৭ জুন: একটি বিতর্কিত রাজনৈতিক সংস্কার নিয়ে চলতি সপ্তাহের শেষে অনুষ্ঠিতব্য ভোট সামনে রেখে আলোচনায় করেছে হংকংয়ের সরকার৷ এ দিকে, সংস্কারের পক্ষে-বিপক্ষে চীনপন্থী এবং গণতন্ত্রপন্থী উভয় পক্ষের সমর্থকরা বুধবার পার্লামেন্ট ভবনের সামনে জমায়েত হওয়ায় উত্তেজনা আরো বেড়ে গেছে৷এবারের ভোটে মূলত ২০১৭ সালে হংকংয়ে কোন প্রক্রিয়ায় ভোটাভুটি হবে, সেটাই নির্ধারণ করা হবে৷ বিতর্কিত এই সংস্কার পরিকল্পনাটি নাগরিকদের প্রথমবারের মতো তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচনে ভোট দেয়ার অধিকার দেবে৷ কিন্তু প্রার্থীদের সক্ষমতা ঠিক করে দেবে বেইজিংপন্থী একটি কমিটি৷ এ কারণেই এই সংস্কারের ওপর আস্থা নেই হংকংয়ের গণতন্ত্রপন্থীদের৷ এতে যে সত্যিকারের গণতন্ত্রের দাবি উপেক্ষিত হবে, সে কথাই বলছেন তারা৷ তাই দুই পক্ষের মধ্যে স্পষ্টতই একটা সংঘাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷

এরই ধারাবাহিকতায় হংকংয়ের আইন পরিষদের বাইরে বুধবার গণতন্ত্রপন্থী ও বেইজিংপন্থী কয়েক শ সমর্থক জড়ো হন৷ তারা ব্যানার দুলিয়ে এবং স্লোগান দিয়ে তাদের সমর্থনের কথা জানান৷ ক্রস চিহ্নসহ নকল ব্যালট বহন করে গণতন্ত্রপন্থী আইনপ্রণেতারা সংস্কারের বিপক্ষে ভোট দেয়ার বার্তা দেন৷ অপর দিকে, ‘টিক’ চিহ্ন দেখিয়ে বেইজিংপন্থী কর্মীরা সংস্কার পরিকল্পনার পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান৷এ রকম বিতর্ক ও অস্থিরতার কারণে হংকংয়ের প্রশাসনিক ভবনসমূহ ও রেলওয়ে স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ হংকংয়ের প্রধান নির্বাহী লিয়াং চুন-জিং এর আগে বলেন, সহিংস অথবা অহিংস কোনো প্রকার বেআইনি কার্যক্রম সহ্য করবে না হংকং প্রশাসন এবং কোনো উপায়ে আন্দোলনের বৈধতা সমর্থনের কোনো সুযোগ নেই৷