????????????????????????????????????

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ জুন: বাংলাদেশ শিল্পকলা একাডেমী সংস্কৃতির বিকাশ ও প্রসারে নানা ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী ২৬ মে থেকে ১৭ জুন ২০১৫ পর্যন্ত চারুকলা, ফটোগ্রাফি, নাটক, চলচ্চিত্র, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, লোক সংস্কৃতি, বাংলা ভাষা ও বানান রীতি, নন্দনতত্ত্ব, সংস্কৃতি ইত্যাদি বিষয়কে সন্নিবেশিত করে প্রচার মাধ্যমের সংস্কৃতি প্রতিবেদক ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে ‘শিল্প সমালোচনা’ বিষয়ক কর্মশালার আয়োজন করে। যেখানে স্ব-স্ব শিল্পে বরেণ্য ব্যক্তিবর্গ প্রশিক্ষণ প্রদান করেন।

প্রসঙ্গত, গত ২৬ মে শিল্পসমালোচনা বিষয়ে আলোচনা করেন শিল্পী মঈন উদ্দীন খালেদ এবং চলচ্চিত্র বিষয়ে আলোচনা করেন ড. ফাহমিদুল হক, ২৭ মে আবৃত্তি বিষয়ে আলোচনা করেন ভাস্বর বন্দোপাধ্যায়, ২৮ মে আলোকচিত্র বিষয়ে আলোচনা করেন ইউসুফ তুষার এবং চলচ্চিত্র বিষয়ে আলোচনা করেন ড. সাবরিনা সুলতানা, ০১ জুন নাটক বিষয়ে আলোচনা করেন রামেন্দু মজুমদার এবং আতাউর রহমান, ০২ জুন লোকসংস্কৃতি বিষয়ে আলোচনা করেন সাইমন জাকারিয়া, ০৪ জুন বাংলাভাষা ও বানান রীতি বিষয়ে আলোচনা করেন ড. বিশ্বজিৎ ঘোষ, ০৯ জুন নৃত্য বিষয়ে আলোচনা করেন শর্মিলা বন্দোপাধ্যায়, ১০ জুন সঙ্গীত বিষয়ে আলোচনা করেন প্রফেসর ড. নূরুল আনোয়ার, ১১ জুন সংস্কৃতি বিষয়ে আলোচনা করেন ড. নিরঞ্জন অধিকারী, ১৫ জুন ২০১৫ নন্দন তত্ব বিষয়ে আলোচনা করেন শিল্পী মুস্তাফা মনোয়ার, ১৬ জুন চারুকলা বিষয়ে আলোচনা করেন শিল্পী মঈন উদ্দীন খালেদ।

উক্ত কর্মশালার সমাপনী উপলক্ষে আজ ১৭ জুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মথ্যে সনদপত্র বিতরণ করেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পসমালোচক জনাব মঈন উদ্দীন খালেদ। এছাড়াও উপস্থিত ছিলন একাডেমীর সচিব জনাব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, চারুকলা বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং একাডেমীর সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব সোহরাব হোসেন। উল্লেখ্য, কর্মশালায় ৮২জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং এর মধ্যে উপস্থিতির উপর ভিত্তি করে ৬৫জনকে সনদপত্র প্রদান করা হয়।