দৈনিকবার্তা-ঢাকা, ১৭ জুন: নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গিদের নির্মূলে গঠিত বহুজাতিক বাহিনীকে ৫০ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র৷ খবর বিবিসির৷দেশটির একজন কর্মকর্তা লিন্ডা থমাস বলেন,বোকো হারাম শুধু নাইজেরিয়ার সমস্যা নয়৷ সমপ্রতি প্রতিবেশী দেশ চাদে বোকো হারামের আত্নঘাতী হামলায় ২০ জন নিহত হন৷ বোকো হারাম বিরোধী পাঁচটি দেশের যৌথ বাহিনীর প্রধান কার্যালয় হবে চাদে৷
গত মাসে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি ক্ষমতা নেয়ার পর যৌথ বাহনী গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ তার পূর্বসূরি প্রেসিডেন্ট গুডলাক জনাথন যৌথ বাহিনী গঠনের ব্যাপারে সংশয়ে ছিলেন৷ তার ভয় ছিল এ ধরনের বাহিনী নাইজেরিয়ার সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে৷