Rajshahi Poba News 17-6-15

দৈনিকবার্তা-রাজশাহী, ১৭ জুন: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান আনসার সদস্যদের প্রশংসা করে বলেছেন, ‘গ্রাম উন্নয়নে আনসার বাহিনীর ভূমিকা অবর্ণনীয়। ৫ জানুয়ারির পর দেশজুড়ে জামায়াত-শিবির ও বিএনপির নাশকতার সময় আনসার বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের সম্পদ রক্ষা করেছেন। তাই সরকার আনসার বাহিনীর বিভিন্ন সমস্য সমাধানে সচেষ্ট রয়েছে। তাদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে।’রাজশাহীর পবা উপজেলার নওহাটায় মঙ্গলবার আনসার-ভিডিপির নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের উদ্বোধন ও রাজশাহী জেলা সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সম্পদ রক্ষা ছাড়াও আনসার বাহিনী বিভিন্ন সময়ে সন্ত্রাস মোকাবেলা ও জঙ্গি দমনে কার্যকর ভূমিকা রেখেছে। পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আর্থসামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা পালন করে চলেছে। এ জন্যই তারা প্রশংসার দাবিদার।’নতুন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধে এ বাহিনীর ৬৭১ সদস্য শহীদ হন। আমরা তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এ বাহিনীর চাকরি স্থায়ীকরণের সময়সীমা ৯ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রক্রিয়া চলছে। ইউনিয়ন ভিডিপি দলনেতাদের সম্মানী বৃদ্ধির বিষয়টিও বিবেচনাধীন। এ ছাড়া মহিলা টিআইদের পেনশন ও বিসিএস (আনসার) কর্মকর্তাদের পদমর্যাদা উন্নীতকরণের বিষয়টি বর্তমানে বিবেচনাধীন।’পবা উপজেলার নওহাটা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন পিএসসি, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল এ কে এম আসিফ ইকবাল প্রমুখ।