mahbub

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ জুন:  বিএনপিতে সঙ্কট চলছে, জিয়ার আদর্শে দল পুনর্গঠন করলে দলটি ঘুরে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহাবুবুর রহমান।মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত শহীদ জিয়াউর রহমান: বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা শিরোনামের আলোচনায় তিনি এসব কথা বলেন।মাহাবুবুর রহমান বলেন, বিএনপি জিয়ার আদর্শ থেকে অনেক দূরে সরে এসেছে। তাই চলমান এই সঙ্কট বাড়ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দল পুনর্গঠনের কথা বলেছেন। আমি মনে করি, দল অবশ্যই পুনর্গঠন করতে হবে। তবে সেটি অবশ্যই জিয়ার আদর্শের ওপর ভিত্তি করে। কষ্টি পাথর দিয়ে নেতা কর্মীদের যাচাই করতে হবে।

নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের বর্তমান অবস্থায় অনেক নেতা-কর্মী হতাশ। তবে আমি মনে করি, হতাশ হওয়ার কিছু নেই। বিএনপি জাতীয়তাবাদের ধারক ও বাহক, তাই বিএনপির ক্ষয় ও বিনাশ হতে পারে না। ধ্বংস স্তুপ থেকেও উঠে আসার ক্ষমতা বিএনপির আছে। তবে অবশ্যই তাতে নেতাকর্মীদের জিয়ার আদর্শ ধারণ করতে হবে।বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারের ব্যর্থতা অনেক। দেশে যে বর্তমান সঙ্কট চলছে তা ক্ষমতাসীনদের বড় বড় ব্যক্তির পাহাড়সমান দূনীর্তির কারণে। তারা দুর্নীতি করে সম্পদগুলো বাইরে পাচার করছেন, ফলে দেশের সংঘাত আরো বৃদ্ধি পাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, ভারত আমাদের বন্ধু ছিল, আছে। তবে আমাদের সম্পর্কটা আস্থা, সমতা ও সমোঝতার ভিত্তিতে হতে হবে। ভারত বেশি নেবে, বাংলাদেশকে কম দেবে, এটা হওয়া যাবে না। আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে।তিনি আশা প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদি ভারতের মত বাংলাদেশেও গণতন্ত্রের বিকাশ ঘটানোয় সহযোগিতা করবেন।আয়োজক সংগঠনের চেয়াম্যান কবির মুরাদের সভাপতিত্ব আরো বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ লুৎফর রহমান, সংগঠনের সিনিয়র সহ সভাপতি প্রফেসর ড. সফিকুল ইসলাম, সহকারী মহাসচিব আব্দুল্লাহ বিন মাসুদ প্রমুখ।