দৈনিকবার্তা-ঢাকা, ১৬ জুন: কোপা আমেরিকার এ গ্র“পের ম্যাচে মেক্সিকোর সঙ্গে ৩-৩ গোল ড্র করেছে স্বাগতিক চিলি।গ্র“পের আরেক ম্যাচে ইকুয়েডরকে ৩-২গোলে হারিয়েছে বলিভিয়া।ইস্তাদিও ন্যাশনাল ডি চিলি স্টেডিয়ামে, ম্যাচের শুরুতেই মার্টিয়াস ভুওসোর গোলে লিড নেয় মেক্সিকো। তবে মিনিট খানেক পর আর্তুর ভিদাল সমতায় ফেরান চিলিকে। ম্যাচের ২৯ মিনিটে রাউল জিমানাজের গোলে লা ভার্দেরা এগিয়ে গেলেও, বিরতির আগেই স্কোরলাইন ২-২ করেন এডওয়ার্ডো ভার্গাস।
দ্বিতীয়ার্ধে স্পটকিক থেকে গোল করেন আর্তুর ভিদাল। তবে চিলির জালে মার্টিয়াস ভুওসোর দ্বিতীয় গোলে, শেষ পযর্ন্ত ৩-৩ ব্যবধানের ড্র করে মাঠ ছাড়ে মেক্সিকো।দিনের আরেক ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বলিভিয়া। দ্বিতীয়ার্ধে দুইটি গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি ইকুয়েডর।