দৈনিকবার্তা-কক্সবাজার, ১৬ জুন: মিয়ানমারের জলসীমায় উদ্ধারকৃতদের মধ্যে আরো ৩৭ বাংলাদেশিকে সনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।এ নিয়ে ২০৮ জনের মধ্যে দুই দফায় ১৮৭ জন বাংলাদেশি হিসেবে চিহ্নিত হলো।বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান বলেন, সনাক্ত হওয়া ৩৭ জন বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে।দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার বা বৃহস্পতিবার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত আনার সম্ভাবনা রয়েছে।২১ মে মিয়ানমার উপকূলে একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধারের পর এর মধ্যে ২০০ জন বাংলাদেশি রয়েছে বলে দাবি করে মিয়ানমার।
উদ্ধারকৃতদের পরিচয় যাচাই-বাছাই করে তাদের মধ্য থেকে ১৫০ জনকে বাংলাদেশি সনাক্ত করে ৮ জুন দেশে ফিরিয়ে আনে বিজিবি।২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে ৭২৭ জনকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী, যাদের রোহিঙ্গা ও বাঙালি পরিচয় দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।এদিকে, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে থাইল্যান্ডে আটক ৪৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থা-আইওএমের সহযোগিতায় ওই বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।অবৈধভাবে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া যাওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার আইওএমের সহযোগিতা চায়। এরপর যৌথ উদ্যোগে ওই তিন দেশে আটকেপড়াদের ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়।এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় আটক ১৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।