দৈনিকবার্তা-গাজীপুর, ১৬ জুন: গাজীপুরে বিদু্যত্ চুরি বন্ধের লৰ্যে মঙ্গলবার পলস্নী বিদু্যত্ সমিতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে৷ এসময় বিদু্যত্ চুরির অভিযোগে ছয় গ্রাহককে ৯ লাখ ৮৬ হাজার ৪৪ টাকা জরিমানা ও মামলা করা হয়েছে৷
গাজীপুরের কোনাবাড়ি পলস্নীবিদু্যত্ অফিসের উপমহাব্যবস্থাপক মোকলেছুর রহমান জানান, বিদু্যত্ চুরি বন্ধ করতে মঙ্গলবার পলস্নীবিদু্যতের গাজীপুরের কোনাবাড়ি জোনাল অফিসের আওতাধীন কয়েকটি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচনালনা করা হয়৷ এসময় আদালত বিদু্যত্ চুরির দায়ে হাতিমারা এলাকার আনোয়ার হোসেনকে ১ লাখ ৫২ হাজার ৬৩৮ টাকা, বাগবাড়ি এলাকার সিরাজুল ইসলামকে ২ লাখ ৯৩ হাজার ৭২ টাকা, শুরাবাড়ি এলাকার সেলিম মিয়াকে ১ লাখ ৫২ হাজার ৬৩৮ টাকা, একই এলাকার মো. সিরাজুলকে ৪৭ হাজার ৩১২ টাকা, আমজাদ হোসেনকে ৪৭ হাজার ৩১২টাকা ও হাসেম দেওয়ানকে ২ লাখ ৯৩ হাজার ৭২ টাকা জরিমানা আদায় করেছে৷ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরোজ ও পলস্নীবিদু্যতের কোনাবাড়ি জোনাল অফিসের এজিএম মজিবুর রহমান৷