1426913993

দৈনিকবার্তা-বগুড়া, ১৬ জুন: বগুড়া সদর থানা পুলিশ বগুড়া-নামুজা সড়কের বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের পুঁয়েপাড়া এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পুলিশ উক্ত লাশ উদ্ধার করে। এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নামুজা সড়কের পাশে উল্লেখিত স্থানে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহত যুবকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরণে থ্রি কোয়াটার প্যান্ট ও শার্ট ছিল। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে সুযোগ বুঝে রাতের আঁধারে এখানে ফেলে পালিয়ে গেছে। ঘটনার তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।