xbfbv.thumbnail

দৈনিকবার্তা-পাইকগাছা (খুলনা), ১৬ জুন: খুলনার পাইকগাছায় শহীদ এম,এ,গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি টাঙানোর ঘটনায় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গুলশানারা বেগমকে শোকজ করা হয়েছে। এদিকে ন্যাক্কারজনক এ ঘটনায় প্রধান শিক্ষকের অপসারণের দাবী জানিয়েছে এলাকার সচেতনমহল।

গত শনিবার (১৩জুন) স্থানীয় সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, আ’লীগনেতা আনোয়ার ইকবাল মন্টুসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ শহীদ এম,এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের দেয়ালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি টাঙানো দেখতে পান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয়। তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শাস্তির দাবী জানান স্থানীয় নেতৃবৃন্দসহ সচেতনমহল।

এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেছেন প্রশাসনের স্থানীয় কর্তৃপক্ষ। উপজেলা শিক্ষা অফিসার নরেন্দ্রনাথ মৈত্র জানান, শহীদ এম,এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে খালেদা জিয়ার ছবি টাঙানোর ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুলশানারা বেগমকে ৩ দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।