দৈনিকবার্তা-ঢাকা, ১৬ জুন: এবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ২৫ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলাটিম -১৩।মঙ্গলবার দুপুর ২ টা ১০ মিনিটে একটি চিঠিতে এ হুমকি দেয় নিষিদ্ধ ঘোষিত এ জঙ্গি সংগঠনটি।নগর পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।এর আগে গতমাসেও ঢাবি উপাচার্যসহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয় আনসারুল্লাহ বাংলাটিম।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ আরও ২৩ জন বিশিষ্ট নাগরিককে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এম আমজাদ আলী বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে পাঠানো চিঠিটি তাঁর কাছে পৌঁছায়। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। তিনি বলেন, এর আগে আরও দুবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনসারুল্লাহ বাংলা টিম-১৩ হত্যার হুমকি দিয়েছিল।এ প্রসঙ্গে জানতে চাইলে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ ধরনের ঘটনা বারবার হওয়াটা উদ্বেগজনক। গোয়েন্দা সংস্থাগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।