moushir

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ জুন: ফিলিস্তিনের ইসলামপš’ী গ্র“প হামাস, লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ ও ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মিশরের একটি আদালত মঙ্গলবার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।এছাড়া আদালত ২০০৫ ও ২০১৩ সালের মধ্যবর্তী সময়ে বিদেশে গোপন দলিলপত্র পাচারের অভিযোগে অপর ১৬ জনের মৃত্যুদন্ড নিশ্চিত করেছে।

এর আগে আদালত পৃথক বিচারে ২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মোবারক বিরোধী গণআন্দোলনের সময় জেল থেকে পলায়ন সংক্রান্ত অভিযোগে মুরসি ও অপর শতাধিক ব্যক্তিকে মৃত্যুদন্ডাদেশ দেয়। আদালত এখনো সেই মৃত্যুদন্ডাদেশ নিশ্চিত করেনি বা সাজা কমায়নি।মিশরে যাবজ্জীবন সাজার মেয়াদ ২৫ বছর। মঙ্গলবার দন্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে গণবিক্ষোভের পর সেনাবাহিনী ২০১৩ সালের জুলাই মাসে ক্ষমতাচ্যুত করে। সন্ত্রাস উসকে দেয়ার অভিযোগে এক পৃথক মামলায় ইতোমধ্যে মুরসির ২০ বছর কারাদন্ড হয়েছে।