Ruet Vacation News 15-6-15

দৈনিকবার্তা-রাজশাহী, ১৫ জুন: পবিত্র রমজান উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সব ক্লাস টানা ৪০ দিন বন্ধ থাকবে। তবে সোমবার শুরু হয়ে আগামী ২৪ জুলাই পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকলেও পূর্বে ঘোষিত পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মোশাররাফ হোসেন এ কথা জানান। তিনি বলেন, রমজানের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ১৫ জুন সোমবার থেকে ২৪ জুলাই পর্যন্ত মোট ৪০ দিন সকল প্রকার ক্লাস ছুটি থাকবে। আগামী ২৫ জুলাই থেকে আবার সব বিভাগের ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, ‘রমজানের ছুটিতে রুয়েটের সব আবাসিক হল খোলা রাখা হবে।’