দৈনিকবার্তা-সিউল, ১৫ জুন ২০১৫: উত্তর কোরিয়া রোববার সমুদ্রে ৩টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। সাবমেরিন থেকে উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পিয়ংইয়ংয়ের দাবির কয়েক সপ্তাহ পর তারা এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে বলেন, উত্তর কোরিয়ার পুর্বাঞ্চলে অংসান নগরির কাছে একটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পিয়ংইয়ং কেএন-০১ নামের এ তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্র প্রায় ১শ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি আরো জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ৩০মিনিটে এসব পরীক্ষা চালানো শুরু হয় এবং তা শেষ করতে ২৫ মিনিট সময় লাগে। তিনি বলেন, আমরা উত্তর কোরিয়ার সামরিক কর্মকা- গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোন ধরনের উস্কানির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। পিয়ংইয়ং-এর দাবি অনুযায়ী গত ৯ মে সাবমেরিন থেকে উৎক্ষিপ্ত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর সর্বশেষ তারা এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।