gun-fight_9603_31222

দৈনিকবার্তা-মংলা, ১৫ জুনঃ পূর্ব সুন্দরবনের শরণরখালা রেঞ্জের কাতলার খাল এলাকায় র‌্যাব-৮ ও বনদস্যু জামাল বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বন্দুক যুদ্ধে বনদস্যু বাহিনী প্রধান জামাল ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১৪টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ৮টি ধারালো অস্ত্র ও ১শ রাউন্ড গুলি। র‌্যাব-৮ এর অধিনায়ক লে: কর্নেল ফরিদুল আলম জানান, সোমবার ভোর সোয়া ৫ টার দিকে সুন্দরবনের কাতলার খাল এলাকায় র‌্যাব সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় বনের মধ্যে থেকে ধোয়া উড়তে ও বনদস্যুদের ব্যবহৃত একটি সুউচ্চ ওয়াচ টাওয়ার দেখতে পায়। র‌্যাব সদস্যরা ওই ওয়াচ টাওয়ারের দিকে এগুতে থাকলে দস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে।এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। ভোর ৫টা ২০মিনিটে শুরু হওয়া বন্দুক যুদ্ধ উভয়ের মধ্যে চলে ৫টা ৫৫মিনিট পর্যন্ত। বন্দুক যুদ্ধেরএক পর্যায়ে দস্যুরা পিছু হটে বনের গহীনে পালিয়ে যায়। পরে র‌্যাব ওই এলাকায় তল্লাসী চালিয়ে এক দস্যুর লাশ পড়ে থাকতে দেখে। পরে জেলেরা লাশ সনাক্ত করে। নিহত ও দস্যু জামাল বাহিনীর প্রধান জামান বলে জানায় র‌্যাব ও সনাক্তকারী জেলেরা। এছাড়া ঘটনাস্থল থেকে ১৪টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ৮টি ধারালো অস্ত্র ও ১শ রাউন্ড গুলি ও ২২টি অস্ত্র ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করে অভিযানকারীরা। নিহত দস্যুর লাশ ও অস্ত্র গোলাবারুদ শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।