দৈনিকবার্তা-জোহানেসবার্গ, ১৫ জুন, ২০১৫: আন্তর্জাতিক ফৌজদারী আদালত জোহানেসবার্গ একটি শীর্ষ সম্মেলনে আগত আফ্রিকান নেতৃবৃন্দের প্রতি সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে গ্রেফতারের আহ্বান জানানোর প্রেক্ষাপটে দক্ষিণ আফ্রিকার একটি আদালত রোববার বশিরের দক্ষিণ আফ্রিকা ত্যাগের ওপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের এক বিবৃতিতে বলা হয়, ‘এ নিষেধাজ্ঞা আদালতে একটি আদেশ না হওয়া পর্যন্ত বিবাদীদের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করতে না দিতে বাধ্য করছে।’
রোববার রাতে এ নিয়ে প্রিটোরিয়ার আদালতে একটি শুনানি হওয়ার কথা রয়েছে। আইনি অধিকার বিষয়ক একটি গ্রুপ সাউদার্ন আফ্রিকান লিটিগেশন সেন্টার কর্তৃপক্ষকে ওমর আল-বশিরকে গ্রেফতারে বাধ্য করতে আদালতে একটি জরুরি আবেদন করার পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা আরোপ করলো। দারফুর সংঘাতের সময় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ওমর আল বশিরের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি মূলত আইসিসিতে যোগ দেয়নি এমন দেশ ভ্রমণ করে থাকেন। তবে দক্ষিণ আফ্রিকা আইসিসির সংবিধিতে স্বাক্ষরকারী দেশ।
আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগদানকারী দক্ষিণ আফ্রিকার একজন কর্মকর্তা নিশ্চিত করেন যে, বশির সম্মেলনে রয়েছেন। তবে তিনি এর বেশি বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন। হ্যাগে অবস্থিত আইসিসি সদর দফতরের এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার প্রতি বশিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা নিশ্চিতে কোনো সব ধরনের প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়।