দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জুন: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রতিমাসের নিয়মিত অনুষ্ঠানমালার ধারাবাহিকাতায় আগামী ১৬ জুন ২০১৫ মঙ্গলবার একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৫.০০টায় দেশবরেণ্য কবিদের অংশগ্রহণে কবিকন্ঠে কবিতা পাঠ ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন কবি নির্মলেন্দু গুণ, রবিউল হুসাইন, জাহিদুল হক, অসীম সাহা, নূহ উল-আলম লেলিন, নাসির আহমেদ, শিহাব সরকার, দিলারা হাফিজ, তারিক সুজাত ও অঞ্জনা সাহা এবং সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সুজিত মোস্তফা ও অনুপমা মুক্তি। অনুষ্ঠানটির সমন্বয়কারী হিসেবে আছেন কবি আসলাম সানী এবং উপস্থাপনায় তামান্না তিথি।
শচীনদেব বর্মণ স্মৃতি সুরক্ষায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসন কুমিল্লা’র আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমী কুমিল্লা’র ব্যবস্থাপনায় আগামীকাল ১৬ জুন ২০১৫ মঙ্গলবার বিকাল ৫.৩০টায় শচীনদেব বর্মণের পৈত্রিক নিবাস চরথা, কুমিল্লায় এই প্রথম আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, কুমিল্লা পুলিশ সুপার জনাব শাহ মোঃ আবিদ হোসেন এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ। জেলা প্রশাসক কুমিল্লা ও জেলা শিল্পকলা একাডেমী কুমিল্লার সভাপতি জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ও সঙ্গীত বিশেষঞ্জ অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ার, গবেষক ও সংগীত বিশেষঞ্জ অ্যাডভোকেট গোলাম ফারুক, বিশিষ্ট কন্ঠশিল্পী সুবীর নন্দী এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব কিরণ চন্দ্র রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন জেলা শিল্পকলা একাডেমী কুমিল্লা’র কালচারাল অফিসার জনাব মোঃ বশিরুল আনোয়ার।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনিক বোস এর নৃত্য পরিচালনায় ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ও নিটোল পায়ে রিনিক ঝিনিক গানের সাথে ২টি সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন স্পন্দন এবং একক সঙ্গীত ‘রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলারে’ এবং ‘কে যাসরে’ দুটি গান করবেন শিল্পী অনিমা মুক্তি গোমেজ, শিল্পী সুবীর নন্দী, বাঁশি শুনে আর কাজ নাই ও নিশিথে যাইও ফুলবনে দুটি গান করবেন শিল্পী মৌটুসী, শিল্পী কিরণ চন্দ্র রায়।