দৈনিকবার্তা-রাজশাহী, ১৫ জুন: রাজশাহীর মহানগরীর আরিফ ফল ভান্ডারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ৮০ বস্তা মেয়াদউর্তীন্ন খেজুর উদ্ধার করেছে। সোমবার দুপরে ভ্রাম্যমান আদালতের বিচারক শিমুল আখতার এ অভিযান করেন। এসময় আরিফ ফল ভান্ডারের ম্যানেজার আনোয়ার হোসেনকে আটক করে ৫০ হাজার টাকা অনাদায়ে এক মাসের কারাদন্ড দেওয়া হয়। তবে জরিমানা দিয়ে ছাড়া পান আনোয়ার হোসেন।
ম্যাজিস্ট্রেট শিমুল আখতার জানান, রমজান উপলক্ষে তাঁর নেতৃত্বে দুপুরে ভ্রাম্যমান আদালতের একটি দল নগরীর রেলগেট গ্রেটার রোড এলাকায় ভেজালবিরোধী অভিযানে নামে। এসময় আরিফ ফল ফন্ডার থেকে মেয়াদউর্তীন ৮০ বস্তা পচা খেজুর জব্দ করা হয়। সেউ সঙ্গে ম্যানেজার আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দেওয়া হয়। তবে টাকা দিয়ে ছাড়া পান আনোয়ার হোসেন। আটক করা খেজুরগুলো পরে ধ্বংস করে ফেলা হয়।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, আরিফ ফল ভান্ডারে এর আগেও বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালত মেয়দউর্তীন ফল জব্দ করে। এছাড়াও এই ফল ভান্ডারে ভারতীয় নিম্ন মাণের ফল আমদানী করে তা বাজারজাত করা হয়ে থাকে।