524

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জুনঃ ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সোমবার নরসিংদীর মনোহরদীতে চর্ম ও নাক, কান, গলা বিষয়ক এক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই ক্যাম্পটি।গ্রীষ্মকালীন তাপদাহে অত্র এলাকায় চর্ম রোগের প্রাদুর্ভাব লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পাওয়ায় ঢাকা আহ্ছানিয়া মিশনের সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে এই স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়। এই স্বাস্থ্য ক্যাম্পে স্থানীয় চাহিদার প্রেক্ষিতে চর্ম রোগের চিকিৎসার পাশাপাশি নাক, কান ও গলা বিষয়েও ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করা হয়। ক্যাম্পে চর্ম ও নাক, কান, গলা বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত একটি টিম চর্ম ও নাক, কান, গলার সমস্যায় ভুগছেন এমন ৩১২ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন।উক্ত স্বাস্থ্য ক্যাম্পটির উদ্বোধন করেন মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গণি ফরাজী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের মাইক্রোফিন্যান্স প্রধান মোঃ আসাদুজ্জামান, কো-অর্ডিনেটর মোঃ রেজাউল করিম, মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক, নারান্দী শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ। মিশন আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্পটি শুকুন্দী ইউনিয়নের সাধারণ অধিবাসীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।