Gazipur-(2)- 15 June 2015-Seminar On Higher Education

দৈনিকবার্তা-গাজীপুর, ১৫ জুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেছেন, সরকারের একারপক্ষে উচ্চ শিক্ষার ক্ষেত্র তৈরি করা সম্ভব নয়। তাই ব্যবসায়িক চিন্তা বাদ দিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্র তৈরীতে বেসরকারী উদ্যোগ বাড়াতে হবে। সরকার এজন্য যথেষ্ট সুযোগ সুবিধা তৈরি করেছে।তিনি সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে ইউরিকো অ্যানজেল মিলনায়তনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে উচ্চ শিক্ষায় চ্যালেঞ্জ ও সম্ভাবনাঃ প্রেক্ষাপট গাজীপুর শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, এম ই এইচ আরিফ কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম ই এইচ আরিফ। সেমিনারে অন্যান্যের মধ্যের বক্তব্য রাখেন, স্টেট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. এ এম শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ। পরে অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।